প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ২২:২৪
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় স্বল্প মূল্যে টিসিবি পণ্যের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলী কার্ডধারীরা বাজারমূল্যের তুলনায় কম দামে চাল, তেল ও ডাল পেয়ে আনন্দিত। বুধবার (১৬ অক্টোবর) সকালে হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে পৌরসভার ১, ২ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য ২৭ তম পর্যায়ের এই কার্যক্রমের উদ্বোধন হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আজমীর শেখ। তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।”
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান, উপজেলার প্রায় ১০,৫৭১ জনকে ফ্যামিলী কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ করা হচ্ছে। প্রতি কার্ডধারী ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল পাবেন। তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে, প্রান্তিক জনগণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহজলভ্যভাবে পাবে।”
প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে নির্দিষ্ট স্থান থেকে পণ্য সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, টিসিবির এই পণ্য তাদের জন্য একটি আশীর্বাদ। বাজারের ঊর্ধ্বগতির মধ্যে কম দামে পণ্য পাওয়া সত্যিই তাদের জন্য অনেক উপকারে আসবে।
এই কার্যক্রমটি হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা জুড়ে চলবে। স্থানীয়রা আশাবাদী যে, এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং খাদ্য সংকট কমবে।
স্থানীয় জনগণের মধ্যে এ কার্যক্রমের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাঁরা আশা করছেন, সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে দেশের প্রতিটি নাগরিক খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে পারে।