প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৩:২৮
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা সালিশ বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে মিমাংসা হয়েছে। সরাইল থানার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব সরাইল থানা অপরাধ সম্মেলন কক্ষে উভয় পক্ষের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার বৈঠকটি সঞ্চালনা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। সভায় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উচালিয়াপাড়া ও বড্ডাপাড়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের পর এলাকায় ফের সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল।
সরাইল থানার উদ্যোগে এই সালিশ বৈঠকের ফলে সংঘর্ষের ঘটনা শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব হয়েছে। বৈঠকে বক্তারা এলাকায় শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং সকল পক্ষের মধ্যে সহযোগিতা ও সমঝোতার ওপর জোর দেন।
এলাকাবাসী উক্ত মিমাংসার জন্য সরাইল থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে এলাকায় শান্তির বাতাস বইবে এবং সংঘর্ষের ঘটনা রোধ করা সম্ভব হবে। স্থানীয় নেতৃবৃন্দও এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য আরও কাজ করার আহ্বান জানান।