https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সিরাজগঞ্জে কোনভাবেই রোধ করা যাচ্ছেনা গরু চুরি, আগ্রহ হারাচ্ছেন খামারিরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৮

শেয়ার করুনঃ
সিরাজগঞ্জে কোনভাবেই রোধ করা যাচ্ছেনা গরু চুরি, আগ্রহ হারাচ্ছেন খামারিরা

সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে, যা স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে উল্লাপাড়া উপজেলায় চুরি সংঘটিত হওয়ার ঘটনা বেড়ে চলেছে, ফলে গরু পালনে আগ্রহ হারাচ্ছেন খামারিরা ও প্রান্তিক কৃষকেরা।

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামের মোঃ আব্দুর রশিদ প্রামানিকের দুইটি গরু চুরি হয়, যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। এ ছাড়াও একই গ্রামে একাধিক গরুর চুরির ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, চোরেরা পিকআপ ভ্যান ও মিনিট্রাকে করে গরু চুরি করে পালিয়ে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অন্যদিকে, চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকা বাসী রাত জেগে পাহারার ব্যবস্থা করেছেন। তবে পাহারারত অবস্থায় একাধিক হামলার শিকার হওয়ার ফলে লোকজনের সাহস কমে গেছে। তাড়াশের দক্ষিণ মথুরাপুর গ্রামে চোরেরা ট্রাক থেকে গরু চুরি করার সময় এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে চোরেরা ইট পাটকেল নিক্ষেপ করে। ফলে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এলাকার কৃষকরা জানান, গরু চুরির কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে যারা স্বল্প পুঁজিতে গরু পালন করতেন, তারা বর্তমানে গরু কেনার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তবে কৃষির ওপর এর মারাত্মক প্রভাব পড়বে, ফলে গরুর দুধ ও মাংস উৎপাদন কমে যাবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সরকারি উদ্যোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সঠিক নিরাপত্তার ব্যবস্থা না হলে গরু পালনে আগ্রহী কৃষকদের সংখ্যা আরও কমে যাবে, যা দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্থানীয় কৃষকরা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন, যাতে তারা নিরাপদে গরু পালন করতে পারেন এবং গরু চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

— মোঃ শামছুল হক, উল্লাপাড়া উপজেলা সংবাদদাতা, সিরাজগঞ্জ। তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪।

এ সম্পর্কিত আরও পড়ুন

জীবিকার তাগিদে ছাত্রদল সভাপতি ইটভাটার শ্রমিক

জীবিকার তাগিদে ছাত্রদল সভাপতি ইটভাটার শ্রমিক

দিনাজপুরের নবাবগঞ্জের দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সুজন মিয়ার জীবন সংগ্রামের এক অনন্য উদাহরণ। দাউদপুর আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করার পর দাউদপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও বিএসসি সম্পন্ন করেন তিনি। বর্তমানে দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত এই মেধাবী ছাত্রনেতা রাজনীতির পাশাপাশি সংসারের দায়িত্বও সামলাচ্ছেন।   সুজনের বাবা মোঃ আবুল হোসেন ও মা মোছাঃ শাহানা

দিনাজপুরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, রহস্যজনক হত্যাকাণ্ড!

দিনাজপুরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, রহস্যজনক হত্যাকাণ্ড!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর পৌরশহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ৫৬ বছর বয়সী দিলারা বেগমের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় তার নিজ ঘরের শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দিলারা বেগম ছিলেন মৃত আবুল হোসেনের স্ত্রী এবং প্রায় ৬-৭ বছর আগে পল্লী দারিদ্র্য বিমোচন প্রকল্পে চাকরি থেকে অবসর নিয়েছিলেন। পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে

খাগড়াছড়িতে শহীদ মজিদের পরিবারকে সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান

খাগড়াছড়িতে শহীদ মজিদের পরিবারকে সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান

খাগড়াছড়ির রামগড় উপজেলার রসুলপুরে শহীদ মজিদ হোসেনের পরিবারের মাঝে সরকারের দেওয়া দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটায় আনুষ্ঠানিকভাবে এ উপহার হস্তান্তর করা হয়।   শহীদ মজিদ হোসেনের মা ও ভাইয়ের হাতে সরকারের পক্ষ থেকে সঞ্চয়পত্র এবং ইফাদ গ্রুপের সৌজন্যে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিএনপি নেতা এস এম আপেল মাহমুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ড। এ ঘটনার পর তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।   অভিযুক্ত আপেল মাহমুদ জামালপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও পশ্চিম ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন এবং নিজেকে সিনিয়র যুগ্ম

প্রেমিকার আত্মহত্যার খবর শুনে বিষ খেল প্রেমিক

প্রেমিকার আত্মহত্যার খবর শুনে বিষ খেল প্রেমিক

সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকার আত্মহত্যার খবর শুনে বিষপান করেছেন প্রেমিক শাহ আলম। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুনের সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মনিরার শাশুড়ি বিষয়টি টের পেয়ে ছেলেকে জানালেও