প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১:২৮
আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন উপলক্ষে কুয়াকাটায় সৈকত পরিচ্ছন্নতা ও জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে এনহ্যান্সড কোষ্টাল ফিসারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এর উদ্যোগে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে বিভিন্ন জেলে ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সৈকত পরিচ্ছন্নতা অভিযানের পর কুয়াকাটা ট্যুরিজম পার্কের পাশে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া। সভার সঞ্চালনা করেন আবুল বাশার, ফিল্ড ফ্যাসিলিটর, টিএমএসএস/ইকোফিশ। স্বাগত বক্তব্য রাখেন মো: বখতিয়ার রহমান, গবেষণা সহকারী, ওয়ার্ল্ডফিশ/ইকোফিশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো: আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ।
সভায় বক্তারা বলেন, "আজকের এই উদ্যোগকে থেমে যেতে দেওয়া যাবে না। উপকূলের পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" বক্তারা আরো জানান, অনেক সময় জেলে ভাইয়েরা সমুদ্রে প্লাস্টিকের বোতল, ছেঁড়া জাল, পলিথিন এবং অপ্রয়োজনীয় দড়ি ফেলে দেন, যা সামুদ্রিক প্রাণীদের জন্য ক্ষতিকর। এসব কারণে মাছ, কচ্ছপসহ বিভিন্ন প্রজাতির প্রাণী মারাও যেতে পারে।
বক্তারা জেলেদের উদ্দেশ্যে বলেন, "বাংলাদেশে হাজার হাজার জেলে আছেন যারা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করছেন। দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। তাই এই খাতকে রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি।"
এছাড়া, তারা পরিবেশ সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেন এবং সকলের সহযোগিতায় সমুদ্রের পরিবেশ ঠিক রাখার আহ্বান জানান।
এ উদ্যোগে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবক ও জেলেরা ভবিষ্যতে সচেতনতার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।