প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:১২
বগুড়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি সবার কাছে হিরো আলম নামে পরিচিত, তাকে কান ধরিয়ে ওঠবস করানোর পর মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিরো আলম আদালতে একটি মামলা দায়ের করতে এসেছিলেন। তিনি ২০২৩ সালে বগুড়া-৪ আসনের নির্বাচনে অংশগ্রহণের সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং তাকে মারধর করার অভিযোগে মামলা করতে যান। অভিযোগের প্রেক্ষিতে তিনি দাবি করেছেন, নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায়বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলেন।
হিরো আলম গণমাধ্যমকে জানান, মামলার কাজ শেষ করে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় কিছু লোক তার ওপর হামলা চালায়। তিনি বলেন, "আমি মামলা করে নিচে নামার পরেই বিএনপির একটি দল আমার ওপর অতর্কিতে হামলা করে। তারা আমাকে কান ধরিয়ে ওঠবস করায় এবং এরপর কিল-ঘুষি মারে। আমার মুখ, মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। তাদের অভিযোগ ছিল, আমি নাকি কোন এক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছি।"
তবে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজনের তার ওপর হামলা চালানোর কোনো কারণ নেই। বরং আমাদের খুশি হওয়ার কথা।"আব্দুল বাছেদ আরও বলেন, "বিএনপির কোন নেতাকর্মী তাকে মারধর করেছে, এর প্রমাণ দিতে পারবে কি তিনি? আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই হিরো আলম এই অভিযোগ করেছেন।"
বিষয়টি নিয়ে পুলিশও অবগত রয়েছে। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) রহিম রানা জানান, "আমরা শুনেছি যে হিরো আলমকে মারধর করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ জমা দেয়নি।"
এই ঘটনার পর হিরো আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তারা যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।