প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১:৩৯
মৌলভীবাজারে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়।
রোববার (২৫ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদাপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে শমশেরগঞ্জের ধোবারহাট এলাকার রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মঞ্জু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।
নিহত অনুপ চন্দ মৌলভীবাজার শহরের দি পালস ডায়াগনস্টিক সেন্টারের ইউনিক ফার্মাতে ফার্মাসিস্ট ও শিশু ডা. বিশ্বজিৎ দেব এর চেম্বারে রোগীদের সিরিয়াল মেইন্টেনের দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট গ্রাম থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, দুইজনের লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুই তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বন্ধু-বান্ধুবরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে শোক প্রকাশ করছেন।