প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ২৩:৪০
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি নেতাকর্মীদের মারধর ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে প্রধান করে এবং উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) রাতে কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন।মামলায় তিনি উল্লেখ করেন, গত বছরের ৩০ আগস্ট রাত ৮টার দিকে আসামিরা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের মারধর করেন। এ সময় অফিসের চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এছাড়াও ওইদিন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ৫ জনের হুকুমে আসামিরা বোমা ও ককটেল বিস্ফোরণ করে বিএনপি কার্যালয়ের টিভি ও ফ্যানসহ মালামাল লুট করে নিয়ে যায়।
এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু ওই সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করলে প্রশাসন আসামিদের ক্ষমতা ও প্রভাবের কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।