প্রকাশ: ১৭ মে ২০২৪, ০:৩৩
দিনাজপুরের হিলিতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্য শুক্রবার (১৭ মে) বিকেল সাড়ে চারটায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সোহরাব হোসেন প্রতাপ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, আব্দুল লতিফ মাষ্টার, প্রভাষক আশরাফ আলী প্রধান, সাহেদ মল্লিকন বাবু, পৌর আ'লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, খট্রামাধবপাড়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছদরুল ইসলাম, আলিহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সম্পাদক এমদাদুল মল্লিক টগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তারিকুল সরকারসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আ'লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন।
আলোচনা সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।