
সাভারে সাংবাদিকের ছেলেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ২১:২৬

সাভারে দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিকের ছেলেসহ ২জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৮ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।
এর আগে রবিবার (১৭ মার্চ) রাতে সাভার পৌর এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো- মোহাম্মদ লতিফ (২০), সিরাজুল ইসলাম (১৯) ও আনোয়ার হোসেন ওরফে সোহান খান (১৮) এবং অপরজন হচ্ছে কিশোর। তাদের সবার বাসা সাভারে বলে জানা যায়।
পুলিশ জানায়, সাভারের সাংবাদিকের ছেলে জিসান ও তার সহপাঠী সিয়ামকে কুপিয়ে জখমের ঘটনায় গতকাল রাতে সাভারের পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সিরাজুল ও লতিফ নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এই দুইজনসহ চারজনকেই সকালে আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ঘটনার সাথে জড়িত ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত যে, রবিবার (১৭ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনী স্কুলের সামনে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভান্ডারীর ছেলে জিসান প্রামানিক (১৫) ও তার সহপাঠী সিয়াম রাজা (১৫) কে কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ
