প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ২:১
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের আরো সচেতন, মানবিক ও নীতিবান হতে হবে, সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের ভোক্তা অধিকারগুলো নিশ্চিত করতে হবে। আপনারা ব্যবসায়ীরা যারা আছেন সাধারণ ভোক্তাদের অবস্থা বিবেচনা করে এ রমজান মাসে কম মুনাফায় ব্যবসা করুন। ভ্রাম্যমান আদালতে জেল- জরিমানা করে সমাধান সম্ভব নয়, আপনারা মানবিকতা ও সততার সাথে ব্যবসা পরিচালনা করেন তবেই আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন সার্থক হবে।
শুক্রবার ১৫ মার্চ সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উদযাপন উপলক্ষে ইউএনও’র সভাকক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মাকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আওয়ামীলীগ উপজেলা সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র রেফারী মো. ময়নাল হোসেন, দেবীদ্বার বণিক সমিতির সভাপতি মো. হিরন মোল্লা, মা-মেয়ের রান্না ঘরের পরিচালক হুরবানু আক্তার পলি, তাছকিয়া রহমান প্রতিভা, সাংবাদিক শাহিদুল ইসলাম, শফিউল আলম রাজীব, আহাম্মেদ হোসাইন, মো. সোহেল রানা সোহাগ, মো. শাহজালাল, মো. বিল্লাল হোসেন, মো. আব্দুল আলিম, আয়শা রহমান প্রজ্ঞা প্রমূখ।