প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১:৫০
আজ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার চত্বর সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া, বক্তারা ভোক্তা অধিকার সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি সরকারি আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন.আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, মো. ইকবাল হোসেন,সরাইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া সহএছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মী ও এলাকার সচেতন মানুষ।