প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৩:২৪
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট কিন্ডার গার্টেন (কে.জি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও ধামইরহাট কে.জি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আসমা খাতুনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, কাউন্সিলর আমজাদ হোসেন, জেসমিন সুলতানা কানন, সমাজসেবক মফিজ উদ্দিন, বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল বারী, শিক্ষক রবিউল ইসলাম, সঞ্চালক আব্দুস সামাদ, শিক্ষক নিহার বানু প্রমুখ।
এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়টি উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অনেক আগেই পরিচিত।