প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০:৫৭
আজ বৃহস্পতিবার সকালের দিকে সরাইলের আকাশ মোটামুটি পরিষ্কার ছিল। দুপুর ১২টার দিকে মেঘ ও রোদের লুকোচুরি চললেও রোদের দাপট ছিল খুব কম। এর কিছু সময় পর আকাশে কালো মেঘ জড়ো হওয়ার পাশাপাশি ভ্যাপসা গরম শুরু হয়। বেলা একটার দিকে টিপটিপ বৃষ্টির পর শুরু হয় মুষলধারায় বর্ষণ। টানা চলতে থাকা কয়েক ঘণ্টার বৃষ্টিতে সরাইল উপজেলা বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়েছে ।
দুপুর আড়াইটার দিকে উপজেলা থেকে আসতে দেখা যায়, সরাইল উপজেলা অন্নদা মোড়ের সড়কটির কোনো কোনো জায়গা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এ দিকে যাওয়ার রাস্তার পাশে পানি দেখা গেছে।সড়কটির কোনো কোনো অংশের ফুটপাতও পানি দেখা যায়।
সরাইল অন্নদা গোলচত্বর থেকে যতই উচালিয়া পাড়ার দিকে আসছিলাম, রাস্তায় জমে থাকা পানি ততই বাড়ছিল। তবে যানজট ছিল না। রিকশা চালক মজিদ বলেন, মোড়ে পানি জমে তাই ভেবেছিলাম টেনে বেরিয়ে যাব। কিন্তু অন্নদা মোড়ে আসতে দেখি রাস্তার মোড়ে পানি। বৃষ্টি হলেই এখানে পানি জমে। কারণ পানি সঠিকভাবে চলাচল করতে বাধা। উপজেলা প্রধান খাল ভরাট করে ফেলেছে তাই পানি সঠিকভাবে যেতে পারে না। তাই বৃষ্টি হলে এই মোড়ে সব সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বৃষ্টির ছবিটি সরাইল উপজেলা প্রশাসন পাড়ার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে তোলা।