প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫৪
আগামী ১৫ ফেব্রুয়ারি বোর্ডের রুটিন অনুযায়ী সারা দেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অএ বিদ্যালয়ের মাঠে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.মেবাহ উল আলম ভূইঁয়া বলেন, এখানে যারা শিক্ষার্থীরা আছো। মনে রাখতে হবে,এস এস সি পরীক্ষাতে কোন রকম ব্যতিক্রম হলে। ভবিষ্যৎ জীবনে পদে পদে হোঁচট খেতে হয়।
আমরা চাই, এখানে যারা পরীক্ষার্থী আছো। তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী আব্দুল মাজিদের সঞ্চালনায়।সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত,ছিলেন, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।উপজেলা শিক্ষা অফিসার সহিদ খালেদ জামিল খান, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ আলী.আওয়ামী লীগ নেতা মো.মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গাজী আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাজী মো. আমিনুল ইসলাম শেলভী প্রমুখ।
প্রধান অতিথি ইউএনও মো. মেজবা উল আলম ভূইঁয়া ছাত্রী'দের উদ্দেশ্যে বলেন, আমরা দেখতে পাই এসএসসি পরীক্ষা পর অনেকে বাল্যবিবাহের শিকার হয়। এমন যাতে না হয় সকলেই সচেতন থাকতে হবে। তিনি বলেন, আমি আমার পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত। যাতে করে এখানে কেউ বাল্যবিবাহের শিকার না হয়।এ ব্যাপারে সজাগ থাকার অনুরোধ করেন ইউএনও।
তিনি বলেন, এখানে যারা শিক্ষার্থীরা আছে, প্রত্যেকেই যার যার পরিবারের স্বপ্ন। সবার বাবা-মা তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে। তার মেয়েটি একটি জায়গায় গিয়ে পরিবারের ও সমাজের মুখ উজ্জ্বল করবে।চলতি বছর ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬৮ জন ছাত্রী অংশ গ্রহণ করবেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মো. শাহজালাল রহমান।
এদিকে একই মঞ্চে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর অবসরজনিত বিদায় উপলক্ষে।সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।সরাইল উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূইঁয়া।