প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:৪৭
গাজীপুরের কালিয়াকৈরে ছোট ভাই মো: মজিবুর রহমান ও ভাতিজা সুমনের এলোপাতাড়ি লাঠির আঘাতে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক রেজা সাঈদ আল মামুন (৫২) এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে উপজেলার সাজন ধারা গ্রামে এঘটনা ঘটে। নিহত রেজা সাঈদ আল মামুন উপজেলার সাজন ধারা গ্রামের মৃত
আফাজ উদ্দিনের পুত্র । উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন প্রভাষক রেজা সাঈদ আল মামুন। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন যাবত উপজেলার সাজনধারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের বড় পুত্র রেজা আবু সাঈদের সাথে তার ছোট ভাই মো: মজিবর রহমানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। রবিবার বিকালে রেজা আবু সাঈদ তাদের বাড়ির পাশের একখন্ড জমি আবাদের
জন্য পরিস্কার করতে ছিল। এসময় জমির মালিকানা নিয়ে প্রভাষক রেজা সাঈদ আল মামুনের সাথে তার ছোট ভাই মো: মজিবর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই মজিবর রহমান (৪৮) ও তার পুত্র সুমন (২৫) কাঠের লাঠি দিয়ে রেজাকে এলোপাতাড়ি ভাবে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্দে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে