প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০:৫০
নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিএনজি- অটোরিকশা থেকে জিবি নামক চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছে কুমিল্লা-৪ দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য মো.আবুল কালাম আজাদ। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বুধবার (১০জানুয়ারী) তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের নিকট এ সংক্রান্ত একটি ডিও লেটার প্রেরন করেন। যার নম্বর: ২০২৪/০১। এছাড়াও তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে জিবি নামক চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন।
তিনি তার ডিওলেটারে উল্লেখ করেন, দেবীদ্বার পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটি সিএনজি-অটোরিক্সা-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স স্ট্যান্ড ইজারা দেওয়া হয়েছে। ঐ স্ট্যান্ডগুলোতে অতিরিক্ত হারে জিবি আদায় করা হচ্ছে। ফলে যানবাহন চালকদেরকে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হচ্ছে এবং যাত্রী সাধারণকেও অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হচ্ছে। সিএনিজি-অটোরিক্সা-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স চালকদেরকে একরকম জিম্মি করে পৌর কর্তৃপক্ষ জিবি আদায় করছে, যা চাঁদাবাজির নামান্তর। এখানে আরো উল্লেখ্য যে, আইন/নীতিমালা অনুযায়ী পৌরসভার নিজস্ব জায়গা ইজারা দেওয়া যায়। কিন্তু দেবীদ্বার পৌরসভার অন্তর্গত সিএনজি-অটোরিক্সা-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স স্ট্যান্ডগুলো পৌরসভার নিজস্ব জায়গায় অবস্থিত নয়। বিদ্যমান নীতিমালা উপেক্ষা করে স্ট্যান্ডগুলো ইজারা দেওয়া হয়েছে। এমতাবস্থায়, কুমিল্লা জেলার দেবীদ্বার পৌরসভার অন্তর্গত সিএনজি-অটোরিক্সা-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স স্ট্যান্ড ইজারা না দেওয়ার জন্য জোর সুপারিশ জানাচ্ছি।
অপরদিকে দেবীদ্বার পৌরসভা কর্তৃক স্ট্যান্ড গুলো ইজারা প্রদানের লক্ষ্যে গত বছরের ২২ নভেম্বর ১১০২নং স্মারকে দরপত্র আহ্বান করে। পুনঃনির্ধারিত দরপত্র গ্রহণের জন্য ১২২৯নং স্মারকে এবছর ১১ জানুয়ারি প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়েছে। ১০ জানুয়ারি পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দেবীদ্বার পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নাম ভাঙ্গিয়ে তাঁর লোকজন নামমাত্র ইজারা নিয়ে সিএনজি স্ট্যান্ডে জিবি নামে লক্ষ লক্ষ চাঁদা আদায় করতো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আবুল কালাম আজাদ ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে দেবীদ্বার উপজেলার সকল স্ট্যান্ডে জিবির নামে চাঁদা আদায় বন্ধ করা হবে।তিনি নির্বাচিত হওয়ায় বুধবার সকালে শপথ নেওয়ার পর দেবীদ্বারে সিএনজি, অটোরিক্সা, পিকআপ ভ্যানে জিবি নামে চাঁদা বন্ধের ঘোষণা দেন।
স্থানীয়রা জানায়, সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটেখাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে ভোট দিয়ে নির্বাচিত করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
একাধিক সিএনজি চালক জানান, দীর্ঘদিন আমরা চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। চাঁদা দিতে রাজী না হলে অসংখ্য চালককে নির্মম নির্যাতনও করেছেন তাঁরা। আমরা পেটের দায়ে সিএনজি চালাই। চাঁদাবাজরা দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন হারে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করত।
এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, জিবি নামের চাঁদাবাজি বন্ধ আমার নির্বাচনী ইশতেহারে উল্লেখ্য বিষয়। গরিব অসহায় মানুষের কাছ থেকে যারা চাঁদা নিয়েছে তাঁরা এ নির্বাচনে সঠিক জবাব পেয়েছে। আমি এসেছি মানুষের কল্যাণে কাজ করতে। কোনো সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি চলবে না। মানুষ স্বস্তিতে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, স্বাভাবিক জীবনযাপন করবে। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে স্মার্ট দেবীদ্বার গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবো।