প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ২:৩৩
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে একজন স্বতন্ত্র ও ১১টি রাজনৈতিক দলসহ ১২ জন প্রার্থী অংশ নিয়েছেন। তবে এ আসনে ’নৌকা’ প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি ও স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদের মধ্যে মূল লড়াই হবে। এ আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আতংক ও উৎকন্ঠার মধ্যে রয়েছে সাধারণ ভোটাররা। আসনটিতে ১১৪ টি কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রই ঝুকিপূর্ণ।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনটি একটি পৌরসভা ও ১৫ ইউনিয়ন নিয়ে গঠিত। এতে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৬ জন ভোটার রয়েছে, তার মধ্যে ১লক্ষ ৯৪ হাজার ২৭৬ জন পুরুষ এবং ১ লক্ষ ৮০ হাজার ২৫০ জন মহিলা ভোটার রয়েছে।
সুষ্ঠু নির্বাচন নিয়ে আতংক ও উৎকন্ঠার মধ্যে রয়েছে সাধারণ ভোটাররা। নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ এবং অন্যদিকে নিবার্চন বর্জনে বিএনপি-জামায়াতের কর্মসূচি নিয়ে আশংকায় রয়েছেন প্রশাসন ও ভোটাররা। এর প্রভাবও পরতে পারে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিতে। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর রয়েছে ব্যাপক প্রস্তুতি।
১১৪টি ভোট কেন্দ্র নিরাপত্তার চাদরে রাখার দাবী জানিয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ নয়ন মিয়া জানান, ৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি মোবাইল টিমে। ১৫টি ষ্ট্রাইকিং ফোর্স, ২ প্লাটুন (৪৫ জন) সেনা সদস্য, ৩ প্লাটুন (৬০ জন) বিজিবি সদস্য, ২৫০ জন পুলিশ সদস্য ও ১ হাজার ৩৬৮ জন আনসার প্রস্তুত রাখা হয়েছে। এরা ভোট গ্রহনের দিন নির্বাচনী সুষ্ঠু পরিবেশ রক্ষাসহ ভোটের পরের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে দায়িত্ব পালন করবে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা জানান, অবাধ নিরেপক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্য প্রস্তুত রাখা হয়েছে। আজ বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ গ্রামপুলিশ, প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের স্ব স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে। আগামীকাল সকালে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে।