
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩২

মৌলভীবাজার-৩ আসনের (মৌলভীবাজার সদর ও রাজনগর) সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮টায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনসহ তিনটি কক্ষের সামনের দরজা আংশিক পুড়ে গেছে বলে স্কুল ম্যানেজিং কমিটি সূত্রে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক স্কুলে গেইটের বাহিরে অবস্থান নিয়ে স্কুলের ভিতরে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার বাবলু জানান, শুক্রবার রাত ৮টার দিকে দুইটি মোটরসাইকেলে ৪জন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতলে দাহ্যপদার্থ দিয়ে স্কুলে অগ্নিসংযোগের করে পালিয়ে যায়। এসময় বিকট শব্দ ও আগুন দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কিন্তু এর আগেই বিদ্যালয়ের ৩টি কক্ষের সামনের দরজার আংশিক পুড়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার নাসরিন চৌধুরী, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে দেখেন চারজন লোক মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে আতঙ্ক ছড়াতে চেয়েছিল। এলাকাবাসিদের সহযোগিতায় আগুন তাৎক্ষণিক নেভানো হয়। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল সংগ্রহ করা হয়েছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। ঘটনার তদন্ত চলছে।