https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নেছারাবাদে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ৩:২১

শেয়ার করুনঃ
নেছারাবাদে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদে গাছ কাটতে গিয়ে ইউসুফ (২৯) নামের এক যুবক মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ (২৪ ডিসেম্বর) রবিবার বিকেল অনুমান ২.০০ ঘটিকার সময় স্বরূপকাঠি ইউনিয়নের অলংকারকাঠি গ্রামে।

ইউপি মেম্বার মনিরুল ইসলাম মনির হাওলাদার বলেন, ব্যক্তিগত প্রয়োজনে নিজের জমিতে লাগানো মেহগনি গাছ কাটছিলেন কিন্তু গাছ কাটা শেষ হলে মাটিতে না পড়ে গাছটি অন্য একটি গাছের সাথে আটকা পড়ে। তখন গাছটিকে মাটিতে ফেলানোর জন্য দড়ি বেঁধে নিচে টান মারতেই গাছটি নিজের মাথার উপর পড়ে মাথা ফেটে যায়। তাৎক্ষণিক নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ইউসুফ নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামের শাহ আলমের ছেলে। সে ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। তার ঘরে মারিয়াম মাইদা নামের দেড় বছরের একটি কন্যা সন্তান আছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ফিরোজ কিবরিয়া বলেন, তিনি হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা গেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল

চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে মঞ্চ এবং আশপাশের চেয়ার–টেবিল ভাঙচুর করে। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়।   এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে

কালিয়াকৈরে অর্ধ-ডুবন্ত রহস্যজনক মাইক্রো উদ্ধার

কালিয়াকৈরে অর্ধ-ডুবন্ত রহস্যজনক মাইক্রো উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশিক নগর এলাকায় একটি জলাশয় থেকে কালো রঙের একটি দামী নোয়াহ মাইক্রোবাস উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের চোখে পড়ে অর্ধ-ডুবন্ত অবস্থায় পড়ে থাকা মাইক্রোটি। পরে তারা দ্রুত কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মাইক্রোটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। জলাশয়ের পানিতে আংশিক ডুবে থাকা অবস্থায় মাইক্রোটি দেখতে

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ প্রস্তুতি সম্পন্ন

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ প্রস্তুতি সম্পন্ন

বাংলা নববর্ষ ১৪৩২ বরণে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের বর্ষবরণ অনুষ্ঠান সাজানো হয়েছে প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে। পহেলা বৈশাখ, সোমবার (১৪ এপ্রিল) প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নববর্ষকে স্বাগত জানাবে ছায়ানট। রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রমনা বটমূলে চূড়ান্ত মঞ্চে মহড়া অনুষ্ঠিত হয়। মঞ্চটি অর্ধবৃত্তাকার, দৈর্ঘ্য ৭২ ফুট

কুলাউড়ায় ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত, ঘাতক চালক আটক

কুলাউড়ায় ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত, ঘাতক চালক আটক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (২৮) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে কুলাউড়া ফায়ার স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান,

রাজবাড়ীতে 'বোমা খোরশেদ' গ্রেফতার

রাজবাড়ীতে 'বোমা খোরশেদ' গ্রেফতার

রাজবাড়ীতে আন্তঃজেলা শীর্ষ ডাকাতদলের সরদার খোরশেদ অরফে বোমা খোরশেদ (৫৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার (১৩ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন। শনিবার (১২ এপ্রিল) ঢাকা জেলার আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করা হয়। খোরশেদ অরফে বোমা খোরশেদ  রাজবাড়ী জেলার চন্দনী হরিণধারা এলাকার আঃ মন্ডলের ছেলে। পুলিশ জানায়, এ সময় তার কাছ