প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ২২:৫০
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার সদরে পাঠান পাড়া অবস্থিত বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মো. শামসুল হোসেনের সভাপতিত্বে, বিদ্যালয়ের শিক্ষক পসভ.মাজিদুল এইচ সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি আইনজীবী মো. আশরাফ উদ্দিন মনতু।
বিশেষ অতিথি হিসেবে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. তাসলিম উদ্দিন, সরাইল মনোয়ারা হাসপাতালের পরিচালক মো.বিপ্লব হোসাইন, সরাইলের সম্রাট ফার্নিচারের পরিচালক মো. ফয়সাল আহমেদ মৃধা দুলাল, আলী নগর মাদ্রাসার শিক্ষক হযরত মাও, রায়হান ইসলাম,সাংবাদিক মো. কামাল পাঠান, মো. শেখ মুন্না সহ শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। স্কুল মাঠে মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ গন পুরস্কার বিতরণ করেন।