প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ২:৪৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকের মনোনীত প্রার্থী সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং স্বতন্ত্র 'ঈগল' প্রতীকের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনায় থাকলেও মাঠে নেই অন্যান্য প্রার্থীরা।
প্রতীক বরাদ্দের পর থেকে উঠান বৈঠক ও পথসভায় ভোটারদের সাথে ব্যাস্ত সময় পার করছেন এই দুই প্রার্থী। তবে প্রতীক বরাদ্দের ২ দিন পার হলেও ২০ ডিসেম্বর বুধবার রাত ৮টা পর্যন্ত "নৌকা-ঈগল" ব্যাতীত অন্য কোনো মার্কার মাইকিং বা কোন ধরনের প্রচারনা করতে দেখা যায়নি। এলাকার ভোটাররা অন্যান্য প্রার্থীদের চেনেন না বলেও জানান। তবে সময়ের সাথে সাথে অন্যান্য দলের প্রার্থীরা প্রচারণায় অংশ নিতে পারে বলে জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা।
"আওয়ামীলীগ-স্বতন্ত্র" ব্যাতীত অন্যান্য দলের প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ আসগর। তৃনমূল বিএনপি মনোনীত (সোনালী আঁশ) প্রতীকের প্রার্থী এডভোকেট মোঃ মাহবুবুল আলম। বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত (একতারা) প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিউল বাদশা। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (আম) প্রতীকের প্রার্থী মো. ইকরাম হোসেন। বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর (ফুলের মালা) প্রতীকের প্রার্থী মো. আজহারুল করিম মূন্সী। ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত (চেয়ার) প্রতীকের প্রার্থী শিমুল হোসেন। ইসলামী ঐক্য জোট (আইওজে) মনোনীত (মিনার) প্রতীকের প্রার্থী রফিকুল্লাহ সাদী। বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর (টেলিভিশন) প্রতীকের প্রার্থী সাহেরা বেগম। গনফ্রন্টের (মাছ) প্রতীকের প্রার্থী মো. আলাউদ্দিন। বাংলাদেশ কল্যাণ পার্টির (হাতঘড়ি) প্রতীকের প্রার্থী মো. নাসির আল মামুন।
কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৫ জন ভোটারের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এসকল ভোটারদের মধ্যে ১ লক্ষ ৯৪ হাজার ২৭৬ জন পুরুষ এবং ১ লক্ষ ৮০ হাজার ২৫০ জন নারী ভোটার রয়েছে। তাছাড়া এবার ১১৪ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।