প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ২৩:১২
মহান বিজয় উপলক্ষে নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪জন বীর মুক্তিযোদ্ধা ও ১২০জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে একসাথে কাজ করতে হবে। যারা দেশকে ভালোবাসে না, যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, তারাই বার বার ডিসেম্বর মাসকে কলঙ্কিত করতে চায়। তাদের সকল অপশক্তি রুখে দেওয়ার আহব্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানী,বীর মুক্তিযোদ্ধা আফজল হোসেন প্রমূখ। এসময় প্রায় ৫শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।