প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:১
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। এই দিনটিতে জাতির সূর্য সন্তানের স্মরণে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৪ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী।
এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এতে বিপুল সংখ্যক জনসাধারণের আগমন ঘটে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে।
প্রসঙ্গত যে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ৪ ডিসেম্বর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ করে একটি বিজ্ঞপ্তি প্রদান করে জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ।