প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ২২:৫৩
পিরোজপুরের কাউখালীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে।কাউখালী উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সকল শহীদ বুদ্ধিজীবী সহ কাউখালীর দুই সূর্যসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের রিডার শহী বুদ্ধিজীবী ডঃ আবুল খায়ের ও শেরেবাংলা একেএম ফজলুল হকের সাবেক একান্ত সচিব ।
শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ ইয়াকুব মিয়াকে স্মরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ স্বজল মোল্লার সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এন,ডি,সি বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফরিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার দেলোয়ার হোসেন,
কাউখালী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুজন সাহা, কাউখালী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান লাইকোজ্জামান মিন্টু ও মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন শিক্ষক লিটন কৃষ্ণ কর।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান।