
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ২১:৪৮

গাজীপুরের কালিয়াকৈর ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে যাত্রী সেজে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯:৫০ মিনিটে উপজেলার চন্দ্রা - নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিছু যাত্রী নিয়ে চন্দ্রা বাস টার্মিনাল থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় গাড়িটি বাড়ইপাড়া এলাকায় পৌছলে যাত্রীবেসে কয়েকজ দুর্বৃত্তরা বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে করলে বাসের চালক বাসটি থামিয়ে দেয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় গাড়ির আগুন নিয়ন্ত্রণ হয়। এ ঘটনায় বাসের বেশকিছু সিট পুড়ে যায়। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেসে বাসে উঠে আগুন দিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয় নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।