প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ২৩:৪
জয়পুরহাটের পাঁচবিবিতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে হাম্মদ আলী নামে এক ইউপি সদস্য (মেম্বার) কে গ্রেফতার করছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার শন্তাদীঘর গ্রামে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। বগুড়ার আদমদিঘী থানায় একটি মোটরসাইকেল চুরি সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করা হয় ।
আদমদিঘী থানার উপ-পরিদর্শক মো: তারেক জানান,প্রায় ৬ মাস আগে আদমদিঘী উপজেলার কুঁন্দগ্রাম এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চোরকে সনাক্তের পর মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়।
ওই চোরকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়,মোটরসাইকেলটি চুরি করে দিনাজপুরের হিলি এলাকার একজনের কাছে বিক্রি করেছেন। তিনি আবার হাম্মদ মেম্বারের কাছে বিক্রি করেন। এ বিষয়ে হাম্মদ মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে মোটরসাইকেলটি ফিরিয়ে দিতে তালবাহানা করে। পরবর্তীতে মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
পাঁচবিবি থানার এএসআই সোহেল বলেন,বগুড়ার আদমদিঘী থানায় মোটরসাইকেল চুরির বিষয়ে একটি মামলা হয়েছে। দীর্ঘদিন পর সেই মামলায় চার্জশিটভুক্ত আসামি হিসেবে হাম্মদ আলী মেম্বারের নামে গ্রেফতারী পরোয়ানা হওয়ায় আমি ও এসআই মাছুম নেতৃত্বে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি চোরাই মোটরসাইকেল বেঁচা-কেনার সঙ্গে জরিত বলেও জানান এএসআই।