প্রকাশ: ৯ নভেম্বর ২০২৩, ১:০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাসুদ রহমান (২৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদ রহমান ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার শিক্ষক।
বলাৎকারের শিকার ছাত্রের মা বাদী হয়ে বুধবার ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ বুধবার রাতে মাসুদকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠায়। মাসুদ তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের মৃত মোন্নাফ আলী ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ছাট গোপালপুর দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার শিক্ষক মাসুদ রহমানের নিকট মাদ্রাসা ছুটির পর প্রাইভেট পড়তো বলাৎকারের শিকার হওয়া ওই ছাত্র। গত ৭ নভেম্বর মাদ্রাসা ছুটি হয়ে গেলে মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে চলে যায়। মাদ্রাসা ছুটির পরে বিকেলে প্রাইভেট পড়ার সময় মাসুদ ওই ছাত্রকে একা পেয়ে জোরপূর্বক বলাৎকার করে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, বলাৎকারের শিকার ছাত্রের মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে বুধবার রাতে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।