https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

হাকিমপুরে স্বল্প মূল্য টিসিবির পণ্য বিক্রি শুরু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১:৭

শেয়ার করুনঃ
হাকিমপুরে স্বল্প মূল্য টিসিবির পণ্য বিক্রি শুরু

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলার ৩ নং আলিহাট ইউনিয়নে দুই হাজার আটশ জন স্বল্প আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের নিম্ন আয়ের মানুষ।

বুধবার (অক্টোবর) আলিহাট ইউনিয়নের (১,২,৩) ওয়ার্ড এর জন্য হরিহরপুর বাজারে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

টিসিবির পণ্য নিতে আসা ১নং ওয়ার্ডের সাদেকুন নাহার বলেন, বর্তমানে বাজারে সব পণ্যর দাম বেশি। যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য খুব কষ্টের বিষয়! তাই কমদামে এইসব পণ্য কিনতে পেরে আমি খুব খুশি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সেই সাথে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, তদারকি অফিসার উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আতিকুর রহমান, ইউপি সদস্য ফিরোজ কবির, সাখাওয়াত হোসেন, টিসিবি পণ্য বিক্রেতা ডিলার মানিক চন্দ্র কর্মকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজু মিয়াসহ অনেকে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় অত্র আলিহাট ইউনিয়নের তিনটি পয়েন্টে ২ হাজার ৮শ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামিলি কার্ডধারী) মাঝে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল ও ৫ কেজি চালসহ প্রতি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। আগামী ৩ দিন পর্যায়ক্রমে ইউনিয়নের ৩ টি পয়েন্ট থেকে এসব টিসিবি পণ্য বিক্রয় করা হবে। ফ্যামিলি কার্ডধারীরা নির্দিষ্ট স্থান থেকে তাদের পণ্য সংগ্রহ করতে পারবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

নওগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

নওগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চার আসামি আটক। মান্দা উপজেলার ছোটবেলালদহ গ্রামের রফিকুল ইসলাম সোহাগ, বড়পই গ্রামের আশরাফুল ইসলাম সুইট, বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার আসাদুজ্জামান মুন্না এবং বিজয়পুর মধ্যপাড়া গ্রামের নাসির উদ্দিনকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী পিকআপ চালক হিসেবে কাজ করেন। তারা একটি ভাড়া বাসায় থাকতেন। ঈদের সময় তাদের কন্যাকে

ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান, আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবদ্ধ

ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান, আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবদ্ধ

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা মুহূর্তেই এলাকাটি উত্তপ্ত করে তোলে। সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ঈদের নামাজ

বরিশালে ঈদের নামাজে দীর্ঘদিন পর এক কাতারে বিএনপি-জামায়াত, শান্তির বার্তা

বরিশালে ঈদের নামাজে দীর্ঘদিন পর এক কাতারে বিএনপি-জামায়াত, শান্তির বার্তা

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বরিশাল নগরীর বান্দরোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের শুভক্ষণে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হয়ে ঈদের প্রধান জামাতে অংশ নেন। এছাড়া নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও একই সময়ে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁয় যুবক নিহত

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁয় যুবক নিহত

নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।  সোমবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কালাইবাড়ী-দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।  নিহত শাহিন আলম (১৭) পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।  আহতরা হলেন, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের তাহিরের ছেলে আহসান আলী(১৭)

প্রেমে ব্যর্থ হয়ে ঈদের সকালে যুবকের আত্মহত্যা

প্রেমে ব্যর্থ হয়ে ঈদের সকালে যুবকের আত্মহত্যা

ঝালকাঠির রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে মো. ওসমান খলিফা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ওসমান ওই এলাকার বিল্লাল হোসেন খলিফার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওসমান খলিফার সঙ্গে গালুয়া দুর্গাপুর