প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ২:৩২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সোমবার ভূরুঙ্গামারীর তরুপল্লব পাঠাগারের উদ্যোগে ফলদ, বনজ, ঔষধি ও ফুলের চারাসহ বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার চারা বিতরণ করা হয়।
সোমবার দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন তরুপল্লব পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এএসপি মো. ফারুক আহমেদ। এছাড়া আরও কয়েকটি স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে তরুপল্লব পাঠাগারের সদস্য আবু ইউসুফ, মামুনুর রশিদ মুকুল, আঃ খালেক, আমিনুল ইসলাম, মজনু মিয়া ও সেলিমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।