প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০:৭
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আসোয়া গ্রামের মোজাম্মেল শরীফের ছেলে শহিদুল হক (৩৫) বুধবার দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে গেলে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আশুয়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আল আমিন হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা বেগম নিশ্চিত করে জানান শহিদুল মৃগী রোগী ছিল। উল্লেখ্য শহিদুল হকের একমাত্র ছেলেও পানিতে ডুবে মারা যায়।