প্রকাশ: ৪ জুলাই ২০২৩, ২:১১
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সরাইল বাজার হতে কালিকচ্ছ বাজার এলাকায় এ অভিযান শুরু হয়।
অভিযানের নেতৃত্ব দেয় সড়ক ও জনপথের ব্রাহ্মণবাড়িয়া সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।
ব্রাহ্মণবাড়িয়া সওজ’র সহকারী প্রকৌশলী একে জাকারিয়া জানান, সড়কের সরাইল বাজার,কালিকচ্ছ বাজার পর্যন্ত সরাইল,নাসিরনগর লাখাই সড়কের প্রায় কয়েক কিলোমিটার জুড়ে শতাধিক দখলদার অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। গত ১ সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণ-বিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
একে জাকারিয়া বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে অভিযানে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ ব্রাহ্মণবাড়িয়া সওজ’র উপসহকারী প্রকৌশলী মো.আসিফ খান, সরাইল থানা এসআই জয়নাল আবেদিনসহ পুলিশ সদস্যরা।