প্রকাশ: ১৬ মে ২০২৩, ৩:৫৬
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক দক্ষিনপাড়া আইস মার্কেট এলাকায় এক রশিতে রিয়াদ হোসেন এবং মনি হোসেন উরফে জমিস নামের দুই বন্ধু আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার মৌচাক ফাঁড়ি পুলিশ দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
নিহত রিয়াদ হোসেন (২০)জামালপুরের ইসলামপুর থানার, পাচবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মনি হোসেন উরফে জসিম (২০)একই থানার খইয়ারদিচর এলাকার হেলাল শেখের ছেলে। তারা দুই বন্ধু দীর্ঘদিন যাবত উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় মহির উদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় সিলভিয়াএ্যাপারেলস লিমিটেড নামে একটি জুতা তৈরীর কারখানায় কর্মরত ছিল ।
জানা যায়, গত সোমবার কারখানা ছুটি শেষে বিকেল ৫ টার দিকে তারা বাসায় ফিরে। পরে পরিবারের কাছে ডাক্তার দেখানোর কথা বলে তারা বাসা থেকে বের হয়ে যায়। তার পর তারা আর বাসায় ফিরেনি। মঙ্গলবার সকালে স্থানীয়রা একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ আইস মার্কেট দক্ষিনপাড়া এলাকার নির্জন স্থানের কড়ই গাছের ডালে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে ।
উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাটি হত্যা না আতœহত্যা ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ।
ওই কারখানার রহমান নামের এক শ্রমিক বলেন, তারা কারখানায় সব সময় একসাথেই থাকতো। একে অপরকে পুস্পা বলে ডাকতো। একজন ব্যাথা পেলে অন্যজনের নাকি অনুভব হত। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। তবে কেন তারা আত্মহত্যার পথ বেছেনিল সেটা বলতে পারতেছিনা।
কারখানার প্রোডাকশন ম্যানেজার মিজানুর রহমান বলেন, দুই জনই আমাদের কারখানার শ্রমিক। তবে তাদের দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল বলে আমরা জানতে পেরেছি।