প্রকাশ: ১৩ মে ২০২৩, ২:১২
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষকদের মিলন মেলা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়, নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলার আনন্দ পার্ক এন্ড রিসোর্টে শনিবার দুপুরে এসভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন,কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির,সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াকৈর শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক শওকত আলী,চাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম ও প্রমুখ।
অনুষ্ঠান শেষে দুপুরের খাবার বিতরণ এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।