প্রকাশ: ৫ মে ২০২৩, ১:৪
মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ ছিঁড়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে রিয়া খাতুন (২২) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনার পর তাকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের বালির মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল মালেক (৩০) ওই গ্রামের ইছার আলীর ছেলে। অভিযুক্ত রিয়া খাতুন মহিষাখোলা গ্রামের মজিবর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে রিয়া ও আব্দুল মালেকের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। আজ সকালে আব্দুল মালেক তার স্ত্রীকে মারপিট শুরু করেন। এসময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আব্দুল মালেকের গোপনাঙ্গ চেপে ধরেন রিয়া খাতুন। এতে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আহত আব্দুল মালেক বলেন, ‘আমার স্ত্রী রিয়া একজন ইতালি প্রবাসীর সঙ্গে প্রায়ই যোগাযোগ করে। বাধা দেওয়ায় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আজ আমাকে হত্যার উদ্দেশ্যে এরকম নির্মমভাবে গোপনাঙ্গ চেপে ধরে হত্যাচেষ্টা করে সে।’
মালেকের স্ত্রী রিয়া খাতুন বলেন, ‘আমার স্বামী মা-বাবার কথা শুনে প্রায়ই আমাকে গালমন্দ ও মারধর করেন। এর আগে তার তিনটি স্ত্রী তালাক নিয়ে মায়ের বাড়ি চলে গেছে। বিয়ের সম্পর্ক গোপন করে আমার সঙ্গে বিয়ে করে। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। আজ সকালে মুরগির বিষ্ঠা পরিষ্কার করাকে কেন্দ্র করে ঝাড়ু দিয়ে আমাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। আত্মরক্ষায় আমি তার গোপনাঙ্গ চেপে ধরি।’
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবির হোসেন বলেন, আব্দুল মালেকের গোপনাঙ্গ খারাপভাবে ছিঁড়ে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আব্দুল মালেকের স্ত্রী রিয়া খাতুনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।