প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ৩:১৫
টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাতেমা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ফাতেমা ওই গ্রামের আ: রহিমের কন্যা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা ও তার ফুফাতো ভাই পুকুরে গোসল করতেছিল। ফাতেমা সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে ডুবে। পরে ফাতেমাকে পানিতে ডুবে যেতে দেখে তার ফুফাতো ভাই ডাকচিৎকার করে। পরে লোকজন এসে ফাতেমাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন ফাতেমাকে পুকুর থেকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।