প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১:২৫
মাদারীপুরে সেচ পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ফেব্রুয়ারি)সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষকরে নাম আলাউদ্দিন ব্যাপারী (৩৪)। তিনি ভদ্রখোলা এলাকার রাজ্জাক ব্যাপারী ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কৃষক আলাউদ্দিন তার বাড়ির পাশে নিজের চাষাবাদি জমিতে পানি দেওয়ার জন্য যান। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে গুরতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নাসরিন বেগম বলেন, ‘আমার এক ছেলে বয়স দেড় বছর। এখনো বাবা ডাকতে পারে না। বড় ছেলের বয়স চার বছর, এখনো স্কুলে ভর্তি হয় নাই। ওদের নিয়ে আমি কিভাবে বাঁচবো।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।’