প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০:৪
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের হুকুমে মেম্বার ও গ্রাম পুলিশ কতৃক ইউনিয়ন আ'লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম (বটর) কে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদে চলতি অর্থ বছরের (২২-২৩) ভিজিডি কার্ডসহ বিভিন্ন সুবিধাভোগী কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান(৪০) ইউপি সদস্য মোহাতাব উদ্দিন (৪০) দিলজার আলী ও চেয়ারম্যানের সহযোগী শাহাজান আলী(৩৫)বিরুদ্ধে আলিহাট ইউনিয়ন আ'লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম(৩২) ওরফে (বটরকে) মারপিটের অভিযোগে শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে পরিষদের ভিতরে অন্যায় ভাবে হেনেস্তা ও লাঞ্চিতর অভিযোগে আ'লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ও তার স্ত্রী মোছা: আরিফা বেগম এর বিরুদ্ধে গ্রাম পুলিশ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইউনিয়ন আ'লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ওরফে (বটর) বলেন, দীর্ঘদিন থেকে আলিহাট ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে বিভিন্ন সুবিধাভোগী কার্ড বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে রয়েছে। তাই ইউনিয়ন আ'লীগ সভাপতি ও ওয়ার্ড নেতৃবৃন্দের অনুরোধে চলতি অর্থ বছরে ভিজিডি কার্ডের জন্য অনলাইনে আবেদনকৃত সুবিধাভোগীদের নামের চুড়ান্ত তালিকা দেখার জন্য ২২ ফেব্রুয়ারী বুধবার আলিহাট ইউনিয়ন পরিষদে যাই। এসময় ৯ নং ওয়ার্ডের মোহাতাব আলী ও ৭ নং ওয়ার্ডের মেম্বার দিলাজার আলী আমাকে বাহির হয়ে যেতে বলেন। এঘটনার প্রতিবাদ করায় তাদের সাথে আমি বাকবিতন্ডায় জড়িত হই। এক পর্যায়ে চেয়ারম্যানের হুকুমে মেম্বার ও গ্রাম পুলিশ অতর্কিত ভাবে আমাকে লাটি দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। আমি মাটিতে পরে গেলে আমার প্যান্টের পকেটে থাকা ৬০,০০০ হাজার টাকা বাহির করে নেয়। পরবর্তীতে ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাক আমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান এবং পরে আমি বাদি হয়ে থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।
গ্রাম পুলিশ আবু বক্কর সিদ্দিক বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ। আমার আগের থেকে শ্বাস কষ্টের সমস্যা আছে তাই আমি হাসপাতালে ভর্তি হয়েছি। ২২ ফেব্রুয়ারী বুধবার আলিহাট ইউনিয়ন পরিষদে মারপিটের ঘটনায় কেউই আমাকে মারপিট করে নাই। তবে শরিফুল ইসলাম আমাকে ভিজিডি কার্ড ব্যাপারে গালিগালাজ ও হুমকি দিয়েছে। যা সত্য তাই বললাম।
আলিহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন থেকে আলিহাট ইউনিয়ন পরিষদে বিভিন্ন সুবিধাভোগী কার্ড বিতরণে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। বুধবার ২২ ফেব্রুয়ারী ইউনিয়ন আ'লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম ওরফে (বটর) বিভিন্ন সুবিধাভোগী কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদ করতে গেলে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের হুকুমে মেম্বার ও গ্রাম পুলিশ তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট দেয়। একপর্যায়ে সে মাটিতে পরে যায়। পরে তাকে স্হানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং সে ওখানে চিকিৎসারত রয়েছেন। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি। আগামী শনিবার ইউনিয়ন আ'লীগের জরুরি সভার আহ্বান করা। সেখানে দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বলেন তিনি।
আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, আমি ইতিমধ্যে লক্ষ করেছি শরিফুল ইসলাম (বটর) বিভিন্ন বিষয়ে পরিষদে এসে দলীয় প্রভাব খাটিয়ে নিজকে জাহির করতে চায়! গত বুধবার ২২ ফেব্রুয়ারী ওই দিনও সে পরিষদে এসে নিজেকে আ'লীগের নেতা দাবি করে চলমান ভি ডাব্লিউ বি কার্ডের বিষয়ে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সাথে খারাপ আচরণ করে। একপর্যায়ে সে গ্রাম পুলিশ আবু বক্কর সিদ্দিককে মারপিট করেছে। তাই তাকে পরিষদ থেকে বাহির করে দিয়েছি মাত্র কোন মারপিট করা হয়নি। তার স্ত্রী গত বছর এই প্রকল্পের কার্ডের সুবিধাভোগ করেছে কিন্তু আবারও সে আ'লীগের নেতা দাবি করে তার স্ত্রীর এই কার্ড করে দিতে হবে বলে দাবি করে।
এবিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া বলেন, আলিহাট ইউনিয়ন পরিষদের মারপিটের ঘটনায় দু'পক্ষই লিখিত অভিযোগ দাখিল করেছেন। একটি অভিযোগপত্রে আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত অন্যটি শরিফুল ইসলাম স্বাক্ষরিত। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন তিনি।