প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১:৫৬
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে (১৬ ফেব্রুয়ারি) উপজেলা সভাকক্ষে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের নিমিত্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ড, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ আরো অনেকে।
সভায় আগামী ২১শে ফেব্রুয়ারি যথাযথভাবে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।