প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ০:২২
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার তেরাইল জোড়পুকুরিয়া কলেজের পাশে পিকনিকে যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০জন নারী পুরুষ ও শিশু আহত হয়েছেন। আহতদের মধ্যে অতন্ত্য ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
স্হানীয়রা জানায় দ্রুত গতিতে চলার সময় তেরাইল জোড়পুকুরিয়া কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নারী, পুরুষ আর শিশু মিলে ৩৭ জন যাত্রী নিয়ে হাসান পরিবহন নামের একটি বাস (যার নম্বর মেহেরপুর জ -০৪-০০১৬)। নাটোরের গ্রিনভ্যালী পার্কে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
স্হানীয়াদের সহয়তায় বামন্দী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর আহতদের কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা হয়। খবর ঘটনস্হল পরিদর্শন করেন গাংনী থানা পুলিশের একটি দল।
বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী বলেন, বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। বাস যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছেন। বাস ফেলে পালিয়ে গেছে চালক ও হেলপার।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।