প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৯
সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত ১২ বছর যাবৎ পলাতক আসামি রফিকুল ইসলাম অরফে রাফি ডাকাত (৪০) কে গ্রেফতার করেছে এপিবিএন'র পুলিশ সদস্যরা। রাফি ডাকাত তার পরিচয় গোপন করে বাইপাইল এলাকায় পরিবহনের সাথে জড়িত ছিল বলে জানা যায়।
গতকল (৩১ জানুয়ারী)মঙ্গলবার রাতে আশুলিয়ার বাইপাইল সিএনজি পাম্প এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রফিকুল ইসলাম অরফে রাফি ডাকাত কুষ্টিয়া জেলার মিরপুর থানার রানা কোরিয়া এলাকার মতিয়ার ডাকাতের ছেলে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের রিয়ার সদর আশুলিয়ার (এপিবিএন) উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল জানান, ২০১১ সালের কুষ্টিয়া মডেল থানার জিআর মামলার গ্রেফতারি ওয়ারেন্টের সাজাপ্রাপ্ত আসামী রাফি ডাকাতকে গোপন সংবাদের ভিত্তিতে ডিজিটাল তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করা হয়। পরে আশুলিয়া ক্যাম্পের এপিবিএন পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হবে।