প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ২২:১৪
ভূঞাপুরে উপজেলার শীতার্ত মানুষের মাঝে ইবরাহীম খাঁ ফাউন্ডেশন ৬৫০ টি শীত বস্ত্র বিতরণ করেছে।
২০ জানুয়ারি (শুক্রবার) সকালে উপজেলার পৌর শহরের বিরামদি গ্রামের প্রিন্সিপাল ইবরাহীম খাঁর বাড়ির আঙ্গিনা থেকে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ইবরাহীম খাঁর দৌহিত্র ও ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফলদা শরিফুননেছা বলিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, ডা. মোসাদ্দেক হাবিবের সহধর্মিণী শামীমা সুলতানা, প্রিন্সিপাল ইবরাহীম খাঁর তৃতীয় প্রজন্ম তারিকুজ্জামান খাঁ কিংশুকসহ গ্রুপের এডমিনগণ, সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব বলেন, আমার নানা প্রিন্সিপ্যাল ইবরাহীম খাঁ একজন পরোপকারী এবং নিবেদিত প্রাণ সমাজসেবী ছিলেন। তাঁরই ধারাবাহিকতায় আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অবদান রেখে যাওয়ার চেষ্টা করছি এবং এ ধারা অব্যাহত থাকবে।
তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবছরও চলমান শীতের তীব্রতা দেখে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে ইবরাহীম খাঁ ফাউন্ডেশন তাদের অর্থায়নে ও স্থানীয় সংগঠন ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের সার্বিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।