
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩, ২৩:২৭

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বে সমাজ সেবায়” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পারুল নাহার, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলসহ অনেকে।
আলোচনা সভার পূর্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে ৪ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করা হয় বলে জানান উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান।