প্রকাশ: ১ ডিসেম্বর ২০২২, ০:৩
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার (৩০ নভেম্বর) দিবাগতরাতে উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলো, নারী ও শিশু নির্যাতন দমন এর পরোয়ানাভুক্ত আসামী উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর দরাপের ডাঙ্গী এলাকার খয়ের আলীর ছেলে জহুরুল আলী, নারী ও শিশু- ৯৫/২২ এর পরোয়ানা ভুক্ত আসামী দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদ্দিন মৃধার পাড়া এলাকার আব্দুল আজিজ এর ছেলে ডাবলু @ লাবলু মোল্লা,
কোতয়ালী নন এফআইন নং- ০৫/১৮, এর পরোয়ানা ভুক্ত আসামী উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়া এলাকার নুরু শেখ এর ছেলে সুমন শেখ (৩০)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসান ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবারে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।