প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০:১৬
দিনাজপুরের হাকিমপুরের বৈগ্রাম গ্রামের মোস্তাফিজুর রহমান নামক এক ব্যক্তির ভোগ দখলীয় জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে। প্রতিবেশী এক চাচাতো বোনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সরেজমিনে গেলে মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছরের গত জুন মাসে তিনি তার চাচাতো বোন মেহেরুন নেছার নিকট থেকে বৈগ্রাম মৌজায় ১২৯ খতিয়ান ভুক্ত ও ১২৯৮ নং দাগে দেড় শতাংশ জায়গা ক্রয় করার পর দখল বুঝিয়ে নিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগ করতে থাকেন। নিজ নামে নামজারির পর ভূমি উন্নয়ন করও পরিশোধ করেন।
সম্প্রতি মেহেরুন নেছার নেতৃত্বে অবৈধ লাভের আশায় রোববার (২৬ নভেম্বর) স্বামী ময়েন উদ্দিন, জামাতা আহসান হাবিব রানা, ছেলে মলিন মন্ডল ও ভাই তোফাজ্জল হোসেন মন্ডল লাঠি সোডা হাতে নিয়ে দলবদ্ধ হয়ে জায়গাটি কিছু অংশ জবর দখল করে। জবর দখল জায়গায় যেকেউ প্রবেশ করলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলেছে। ফলে মোস্তাফিজুর রহমানসহ তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্য দিনাতিপাত করছেন।
তিনি আরও জানান, ইতোপূর্বে একই অভিযোগে হাকিমপুর (হিলি) পৌরসভায় একটি অভিযোগ দেয়ার পর শালিসটি চলমান রয়েছে।
এদিকে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে রোববার হাকিমপুর থানায় জবর দখলের ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন।
হাকিমপুর থানার এস আই মামলার আই ও জুয়েল রানার নিকট মঙ্গলবার জানতে চাইলে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। সরেজমিনে তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।