প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০:৯
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে উন্মাদনায় মেতে উঠেছে সারাদেশের আর্জেন্টিনা-ব্রাজিল সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সমর্থকরা।রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় কাতার-ইকুয়েডর মধ্যকার ম্যাচের মধ্যে দিয়ে কাতারে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ।
কেউ নিজের দলের পতাকা বানিয়ে, জার্সি গায়ে জড়িয়ে, কেউবা নিজ দলের পতাকার রঙে সাজিয়েছেন ঘরবাড়ি।
ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখা যায়- হাটে-বাজারে, রাস্তার মোড়ে মোড়ে, বাসা-বাড়ির ছাদে, গাছের ডালে ও যানবাহনে শোভা পাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিলের পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা। হাট-বাজার, চা স্টল, রাস্তা ঘাটে নিজ নিজ দলের পক্ষে যুক্তি তর্কে জড়িয়ে পড়ছে অনেকেই। স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের সমর্থরা তাদের দলের পক্ষে গুণগান করছেন।
তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরে নিজের মোটরসাইককে আর্জেন্টিনার পতাকার রং করে অনন্য নজির স্থাপন করলেন আর্জেন্টাইন সমর্থক আক্তার হোসেন। তিনি নিজের বাইকে তার প্রিয় দলের পতাকার রং এ রাঙ্গিয়ে তুমুল আলোচনায় আসেন প্রতি বিশ্বকাপে। পেশায় তিনি ইঞ্জিন মেকানিক। এ পর্যন্ত তিনি পরপর ৫ টি বিশ্বকাপের মোটর সাইকেলে রং করে বিশ্বকাপ চলাকালীন সময়ে উপজেলা বিভিন্ন অলিগলি দাপিয়ে বেড়ান। তার এই বাইক দেখতে রাস্তাঘাটে ভীড় জমান সমর্থকরা। ছবি তোলেন আর্জেন্টাইন বাইকের সাথে। তিনি আশা করছেন এবার মেসির হাতেই উঠবে বিশ্বকাপ ট্রপি।
এ বিষয়ে আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবার বিশ্বকাপ আসলেই আমি আমার প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে আমার নিজের ব্যবহারের বাইকটি আর্জেন্টিনার পতাকার রং এ সজ্জিত করি। আমার এই বাইকটি দেখতে অনেক লোকজন আসে। এদের মধ্যে কেউবা আবার মোটরসাইকেলের সাথে ছবি তোলেন। আমি শতভাগ আশাবাদী মেসির মাধ্যমে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।ভবিষ্যতে যতদিন বাঁচব আমি আমার দলকে এইভাবে সমর্থন করেই যাবো।
ক্যাপশনঃ ভূঞাপুরে আর্জেন্টনার পতাকার রঙে রাঙানো মোটরসাইকেল ও বাইক দেখতে আসা এক ভক্তের ছবি।ছবিটি গতকাল বিকেল ভূঞাপুর থেকে তোলা।