প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০:৫০
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া এলাকার মোঃ ইসমাইল বেপারীর বসত ঘরটি আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
ইসমাইল বেপারীর কাছথেকে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার পরে তার স্ত্রী পাশের বাড়িতে গেলে হঠাৎ তার পুত্রবধূ আকলিমার আগুন আগুন চিৎকার শুনতে পান। ছুটে এসে তারা ঘরটিতে আগুন জ্বলতে দেখেন।
কিছুক্ষণের মধ্যে ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঐ মূহুর্তে ঘরে কোনো মানুষ ছিলো না। ঘরের ভিতরে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘরের পাশে থাকা হাঁস-মুরগি গুলোও আগুনের তাপে মারা যায়। তাদের ধারণা বিদ্যুতের লাইন থেকে আগুন লেগে থাখতে পারে। তিনি আরো জানান, আগুনে পুড়ে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।