প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ০:৩৮
কুমিল্লা দেবীদ্বারে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর মারধরে আহত হয়েছে ১০ পল্লী বিদ্যুৎ কর্মচারী। ঘটনায় দেবীদ্বার পল্লী বিদ্যুৎ (এজিএম) আদিত্য চক্রবর্তী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ১৫ জনকে আসামি করে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।
বুধবার দুপুরে দেবীদ্বার উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া লিটন মেম্বারের বাড়িতে ওই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তখন ঐ এলাকার ১০ থেকে ১৫টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নবী মিয়া(৩৫)'র বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিভাগের লোক মিটার সংযোগ বিচ্ছিন্ন করতে আসায় বাধা দেন নবী। পরে বিদ্যুৎ বিভাগের লোকদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের লোকজন পুলিশ নিয়ে এসে এলাকার ১৫টি মিটার ও তার খুলে নেয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেনের ঘরের মিটার ও খুলে নেয় তারা।
বিদ্যুৎ অফিসের মিটার টেস্টার উজ্জ্বল কুমার রায় বলেন, ৫মাসের বকেয়া বিল গ্রাহক দিবেনা বলে। মিটার সংযোগ বিচ্ছিন্ন করতেও সে দিবেনা। পরে ঘর থেকে দা নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে। তাদের সাথে এলাকার অনেকে মিলে আমাদের উপর আক্রমণ চালায়। এতে আমরা ১০ জন আহত হয়। আহতদের মধ্যে রফিকুল(৫০), মন্টুদাস(৪৩), আসাদ(২৫), মোস্তফা কামাল (৩৪), অহিদুর রহমান (৩৬), নাঈমুল ইসলাম (২৩), মাসুদুর রহমান (৪০) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে। রিজন(২৩)'র অবস্থা বেশি খারাপ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি রাখা হয়েছে।
দেবীদ্বার থানা এসআই নুরুল ইসলাম বলেন, বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয় লোকজন তাদের মারধর করেন। আমরা খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসি।
দেবীদ্বার পল্লী বিদ্যুৎ (ডিজিএম) দীপক সিংহ বলেন, বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আমাদের লোকদের ওপর মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একজন হাসপাতালে ভর্তি রয়েছে। যারা ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে কিছু লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা করা হয়েছে।
দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, পল্লী বিদ্যুৎ'র কাজে বাধা প্রদান ও কর্মচারীদের মারধরের ঘটনায় আজ দুপুরে মামলা দায়ের করেছে পল্লী বিদ্যুৎ বিভাগ।