
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০:৯

মাদারীপুরের ডাসার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন হল রুমে কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে সভা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা ডাসার উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক আবুল কাসেম হাওলাদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল খায়ের,ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের সমাজকর্মের বিভাগীয় প্রধান তালুকদার মহিউদ্দিন, ডাসার থানার ওসি(তদন্ত) মোঃ মনজুরুল আলম, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমার খান,ডাসার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই,নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নতন-দে প্রমুখ্।

এ সময় নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, মাদক, জুয়া,বাল্যবিয়ে,ইপটিজিং এলাকা থেকে চিরতরে বন্ধ করতে হবে। পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করবেন। এখন থেকে আমাদের প্রতিটি ইউনিয়নে সকল শ্রেনীপেশার লোকদের নিয়ে ,আমি উপস্থিত থেকে, সচেতনা মুলক সেমিনার করব। দেশের আইন শৃঙ্খলার যাহাতে কোন প্রকার অবনতি না হয়।
