প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ২৩:৫৫
পটুয়াখালীর কলাপাড়ায় খাল দখল করে উত্তোলনকৃত ১৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল রহমান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় পাখি মারা খালের দু'পাড় থেকে ১৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য, ভূমি অফিসের তহশিলদার মোঃ আলাউদ্দিন হোসেন, গোলাম মোস্তফা সহ ফায়ার সার্ভিস ও কলাপাড়া থানা পুলিশের একটি দল উচ্ছেদ অভিযানে সহায়তা করে।
উল্লেখ্য, কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের পাখিমারা খালের দু'পাড়ে স্থানীয় প্রভাবশালীরা খালপাড় দখল করে অবৈধ স্থাপনা তুলে ব্যবসা পরিচালনা করে আসছিল।