প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০:৩৬
'কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র' এ প্রতিপাদ্য নিয়ে টেকনাফে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় টেকনাফ মডেল থানার মিলনায়তনে অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার উখিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (বিপিএম) মোঃ শাকিল আহমদ।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আইন শৃংখলা পরিস্থিতি অবনতির জন্য মূলতঃ দায়ী মাদক ও রোহিঙ্গা। মাদক ব্যবসা একা করতে পারেনা। সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসার বিস্তৃতি ঘটায়। রোহিঙ্গাদেরকে আশ্রয় এবং যোগসাজশে মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ ও জন্ম নিবন্ধন বানিজ্যে জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম।
টেকনাফ কমিউনিটি পুলিশং কমিটি ফোরাম কর্তৃক আয়োজিত টেকনাফ মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোনা আলী, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ আলম বাহাদুর, টেকনাফ পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাইফ উদদীন খালেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,
বাহারছড়া ইউনিয়নের তদন্ত কর্মকর্তা মশিউর রহমান, পৌরসভার কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ, হোয়াইকং ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক ও টেকনাফ সদর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল সিকদার। এছাড়া উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শুরুর প্রক্কালে অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে একটি র্যালী টেকনাফ পৌর শহর প্রদক্ষিণ করে মডেল থানা মিলনায়তনে মিলিত হয়।